

সোহেল রানাঃ তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে শীতার্ত মানুষ। আর এই শীতে বেশী কষ্টে রয়েছে সমাজের অসহায়-দুঃস্থ মানুষ। গরীব দুঃখী শিতার্ত মানুষের কষ্ট লাগবে শীতার্ত অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় উপজেলার কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় এবং জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মণির উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শিক্ষাবিদ আতাউর রহমান,কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিনা খাতুন, টাওরা হিলফুল ফুজুল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর ইকবাল, সদস্য আব্দুল মালেক, রাজু আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :