সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাবা মেয়েসহ ৩ ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ ২জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের নবীবনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হাসান আলী (৩২), তার মেয়ে রত্না খাতুন (১১) ও গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)।
আহত হয়েছেন নিহত হাসান আলীর স্ত্রী হালিমা খাতুন (৩০) ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক বাবলু মিয়া (৩৫)।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান আলী, রত্না খাতুন ও নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর দুইজনকে আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।