আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনা নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান (কম্বাইন্ড অপারেশন) শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব, কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মহড়া অনুষ্ঠিত হয়।
এই কম্বাইন্ড অপারেশনের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরুল হাই মোহাম্মদ আনাছ। মহড়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “নির্বাচনকে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, ক্ষমতার অপব্যবহারকারী এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এডিএম নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, কম্বাইন্ড অপারেশনের প্রতিটি টিমের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এতে মাঠপর্যায়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, “ভোটারদের আস্থা ফেরানোই আমাদের মূল লক্ষ্য। নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।” তিনি জানান, প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত অভিযোগ বক্স ও প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত থাকবে।
কম্বাইন্ড অপারেশন শুরুর ফলে খুলনা নগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ ও ভোটাররা।