আওয়ামীলীগের ঝটিকা মিছিল, ৩ থানায় তিন মামলায় ৪০ জন আটক


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ /
আওয়ামীলীগের ঝটিকা মিছিল, ৩ থানায় তিন মামলায় ৪০ জন আটক

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে নগরীর ৩টি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় এ মামলা করা হয়। এখন পর্যন্ত এ মামলায় ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৭৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে খুলনার খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানার এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। এ মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব বলেন, নগরীর হরিণটানা থানায় ২২ জনকে, খালিশপুর থানায় ৭ জনকে এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া নগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া কেসিসির লাইসেন্স অফিসার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে।