প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সফরে বাংলাদেশী কর্মীদের স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ, শক্তি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, ব্লু ইকোনমি এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানসহ নানা বিষয় আলোচনা করা হবে।
তিনি বলেছেন, ‘ সোমবার প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ’। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গভীর সাগরের মাছ ধরা ও বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের জন্য যৌথ উদ্যোগের বিষয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা চাইবে বলে জানান তিনি।
এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি অতিরিক্ত নোট সইয়ের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করা ও বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সহযোগিতাসহ একাধিক ক্ষেত্রে ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ এই আলোচনার প্রধান লক্ষ্য।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সোমবার (১১ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। আনোয়ার বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও একনিষ্ঠ সমর্থক। সফরে বাংলাদেশী কর্মীদের স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ, শক্তি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, ব্লু ইকোনমি এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানসহ নানা বিষয় আলোচনা করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান উপদেষ্টার সাথে সফরে থাকার সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত অক্টোবর মাসে প্রথম সরকার প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি সফর করেছিলেন। মঙ্গলবার পুত্রাজায়ার পারদানাপুত্রায় সরকারি অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানাবেন। অভ্যর্থনা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও গার্ড অব অনার দেয়া হবে।
আনোয়ার ইব্রাহিম এরপর মালয়েশিয়ান প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেবেন এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেবেন, এরপর অতিথি বইয়ে স্বাক্ষর করবেন তিনি।
সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া ভিভিআইপি কমপ্লেক্সে পৌঁছানোর পর অধ্যাপক ইউনূসকে বোর্ডিং ব্রিজে মালয়েশিয়ার প্রধান প্রোটোকল কর্মকর্তা গ্রহণ করবেন। এরপর তাকে ভিভিআইপি কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, যেখানে মালয়েশিয়ার গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান বিন ইসমাইল স্বাগত জানাবেন এবং একটি স্থির গার্ড অব অনার প্রদান করা হবে।
দ্বিপক্ষীয় আলোচনা ও সমঝোতা স্মারক বিনিময়ের পর একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর প্রধান উপদেষ্টার সম্মানে সরকারি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সফর শেষে বুধবার (১৪ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ঢাকায় ফিরবেন।
আপনার মতামত লিখুন :