আজ শার্শার প্রয়াত চেয়ারম্যান শামছুর রহমানের ১৫ম মৃত্যুবার্ষিকী


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ /
আজ শার্শার প্রয়াত চেয়ারম্যান শামছুর রহমানের ১৫ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ সভাপতি ও নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত শামছুর রহমানের আজ সোমবার ১৫ম মৃত্যু বার্ষিকী। মরহুম শামছুর রহমান ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সফল রাজনীতিক, নিজামপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, শিক্ষা অনুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব।

তিনি ২০১০ সালের ২০শে জানুয়ারি মৃত্যু বরণ করেন। মৃত্যুর আগে তিনি স্ত্রী, ২ পুত্র এবং ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের বড় ছেলে নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।

তার কনিষ্ঠ পুত্র বর্তমান কর্মরত সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক ও সাবেক নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলীম রেজা বাপ্পি জানান, তার মরহুম পিতার ১৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নিজ গ্রাম উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালি-বাসাবাড়ি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি তার পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।