ভারতের আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বাতিল ও চীনের প্রস্তাাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রতিবাদী পথসভা ও মানববন্ধন করেছে ইউনিটি রেভুলেশন নামের এক সামজিক সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের চৌমুহনা চত্বরে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, ইউনিটি রেভুলেশনের বুলবুল আহমেদ সুজেল, আশফাকুর রহমান চৌধুরী শিমেল, তাজিক আনাম জামি, অপু আলম, মামুন তরফদার, ফাহিম আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আদানির সাথে চুক্তি বাতিল করে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে। আদানি গ্রুপের সাথে চুক্তি করার কারণে আমাদের বাসা বাড়িতে বিদ্যুতের বিল বেশি আসছে। অবিলম্বে পতিত ফ্যাসিস্ট সরকারের স্বার্থে করা এই চুক্তি বাতিলসহ চীনের প্রস্তাাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।
উল্লেখ্য, ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবে বলে সর্তক সঙ্কেত দিচ্ছে ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি গ্রুপ।
আপনার মতামত লিখুন :