নিজস্ব প্রতিবেদক: যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ডভ্যান ও ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়ন (বেনাপোল) নাভারণ ইউনিটে মাশহারুল ইসলাম সুমনকে সভাপতি ও আবিদ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ঠ একটি নতুন কমিটির প্রকাশ হয়েছে।
নব-গঠিত এ কমিটিতে উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু, প্রভাষক মোঃ মামুনুর রশীদ ও শার্শা ইউনিয়ন বিএনপির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত’ যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ডভ্যান ও ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়ন’ রেজিঃ নং-খুলনা ২৪০৬, প্রধান কার্যালয়’ বেনাপোলের সভাপতি মোঃ মনিরুজ্জামান ঘেনা ও সাধারণ সম্পাদক কাজী শাহীনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্যাডে ১১ সদস্য বিশিষ্ঠ এই নাভারণ ইউনিট এবং ৪ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত ইউনিটের অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান জনি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য আব্দুল আলিম, রাজিব হোসেন রাজু, আল মামুন ও খায়রুজ্জামান।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা উক্ত সংগঠনের উপদেষ্টা ও শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীসহ শার্শা উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মোঃ সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ওয়াছি উদ্দিন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জনিসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।