আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ /
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চার বছর পর তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটি আনুষ্ঠানিকভাবে তালেবান নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। খবর আল জাজিরার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি উভয় দেশের মধ্যে নানা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে সহায়ক হবে।’ এই উদ্যোগের মধ্য দিয়ে রাশিয়া তালেবান শাসিত আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে চিহ্নিত হলো।

গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েলগাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। এ প্রসঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তিনি বলেন, ‘রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশের জন্যও উদাহরণ হয়ে থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে গেল।’

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নজরে পড়তে পারে। কারণ, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ এখনও জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তালেবানের একাধিক শীর্ষ নেতার ওপরও দেশটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগান ব্যাংকিং খাত।