আবু সাঈদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ণ /
আবু সাঈদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারী) ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর দুর্গম চর এলাকা থেকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

তিনি জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়৷ আকাশ ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আবু সাঈদ হত্যায় বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কারএর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ইমরান চৌধুরী আকাশকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায়।