আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার মার্কিন প্রস্তাবকে সিরিয়ার অসম্মতি ‘না’


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ /
আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার মার্কিন প্রস্তাবকে সিরিয়ার অসম্মতি ‘না’

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা-সংগৃহীত

আরব ও মুসলিম দেশগুলোর সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের শেষে দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়। ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়া। তবে সিরিয়ায় বিদেশী যোদ্ধাদের অবস্থান ইস্যুতে ওয়াশিংটনের সাথে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দামেস্ক।

আল-কুদস আল-আরবির উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

বাসস জানিয়েছে, ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন।

আরব ও মুসলিম দেশগুলোর সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের শেষে দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়। সেই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সই করেছিল। সম্প্রতি সিরিয়ার নতুন সরকারকেও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।

বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের দেয়া ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে দামেস্ক।

তবে চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানালেও সিরিয়ার সরকার জোর দিয়ে বলেছে, তারা এমন একটি রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যা এই অঞ্চলের কোনো পক্ষকে হুমকি দেয়ার চেষ্টা করবে না।

দামেস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটিতে থাকা বিদেশী যোদ্ধাদের অপসারণ ও তাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর শর্ত দিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে সিরিয়ার সরকার জানিয়েছে, যেকোনো পদক্ষেপ নেয়ার আগে বিষয়টি নিয়ে মার্কিন পক্ষের সাথে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

চলতি মাসের মাঝামাঝিতে সিরিয়ায় সফর করেন মার্কিন কংগ্রেস সদস্য কোরি মিলস। পরে ওয়াশিংটনে সংবাদমাধ্যমকে তিনি বলেন, সিরিয়া সফরে দেশটির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য কী কী পদক্ষেপ দরকার এবং ইসরাইলের সাথে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রিপাবলিকান এ কংগ্রেসম্যান দাবি করেন, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন সিরিয়া ‘সঠিক পরিস্থিতিতে’ প্রয়োজনে আব্রাহাম চুক্তিতেও যোগ দিতে প্রস্তুত।