‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে-প্রধান উপদেষ্টা


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ /
‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে-প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ইন্টারনেট

ড. ইউনূস বলেন, বিশ্ব পরিস্থিতি এমন যে একেবারে প্রস্তুতি ছাড়াও থাকা যায় না। এই অবস্থায় নিরস্ত্র থাকাটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি যুদ্ধের ঘোর বিরোধী, যেমনটা বিশ্বের অনেক মানুষই হয়ে থাকেন। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির বাস্তবতা তুলে ধরে তিনি জানান, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে।’

বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, বিশ্ব পরিস্থিতি এমন যে একেবারে প্রস্তুতি ছাড়াও থাকা যায় না। এই অবস্থায় নিরস্ত্র থাকাটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।

তিনি ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, সংবাদমাধ্যমে যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরির ইঙ্গিত দেখা যাচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক। ‘যুদ্ধ সবসময়ই ব্যয়বহুল। কিন্তু তারপরও প্রস্তুতি থাকা দরকার, বরং সেই প্রস্তুতির মান আরো উন্নত করা উচিত,’ তিনি বলেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনীর মহড়াও পরিদর্শন করেন বাহিনীর ‘বীর উত্তম এ কে খন্দকার’ ঘাঁটিতে।

সূত্র : ইউএনবি