‘আমেরিকার স্বর্ণযুগ’ নয়, বিশ্বের প্রয়োজন সমৃদ্ধি- ভিডিও কলে পুতিন-শি


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৫, ৮:২১ পূর্বাহ্ণ /
‘আমেরিকার স্বর্ণযুগ’ নয়, বিশ্বের প্রয়োজন সমৃদ্ধি- ভিডিও কলে পুতিন-শি

সদ্যই ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ট্রাম্প। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার (২১ জানুয়ারি) দুই বিশ্ব নেতা ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং ভিডিও কলে সাক্ষাৎ করলেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার প্রস্তাব দেন তারা। এই বৈঠক নিয়ে ক্রেমলিনের তরফে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। 

এই ভিডিওটিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সমকক্ষ চীনের প্রেসিডেন্ট শি’কে বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা বজায় থাকা উচিত। পরবর্তীতে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। শি আমার ভাল বন্ধু।’ অবশ্য সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চীনকে ‘মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

একইসঙ্গে পুতিন আরও জানান, ‘আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, পারস্পরিক বিশ্বাস ও সমর্থনের উপর ভিত্তি করে। বৈশ্বিক রাজনীতির উপর নির্ভর করে নয়। পরিস্থিতি যেমনই থাকুক না কেন সর্বদা পাশে থাকতে হবে। এমনটাই বন্ধুত্বের উদাহরণ হওয়া উচিত।’ অন্যদিকে শি পুতিনকে তার ‘কাছের বন্ধু’ বলে সম্বোধন করেন। তাদের সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে তা আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদী শি জিনপিং।

উল্লেখ্য, এদিকে ইউক্রেনে টানা দীর্ঘ দিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানান নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। শপথ গ্রহণের পর ট্রাম্প বলেন, পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তি করা। কারণ এই সংঘাত রাশিয়াকে ‘ধ্বংস’ করছে। একইসঙ্গে জানান জেলেনস্কিরও উচিত যুদ্ধ বন্ধে সায় দেয়া।

‘আমেরিকার স্বর্ণযুগ› নয়, বিশ্বের প্রয়োজন সমৃদ্ধি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে কথোপকথন বিশ্বের বহুমেরুত্ব এবং বৈশ্বিক সমৃদ্ধির প্রয়োজনীয়তার প্রমাণ হিসেবে কাজ করে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন। ‘স্পষ্টতই, মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের মূল ভাষ্য ছিল গতকালের অনুষ্ঠানের পরে রাশিয়া ও চীনের প্রধানদের মধ্যে সংলাপ।

এটি আধুনিক বিশ্বের বহুমেরুত্ব এবং আমাদের দেশগুলির কৌশলগত অংশীদারিত্বের অনস্বীকার্য প্রমাণ,’ মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। সকলেই বুঝতে পেরেছেন, মেদভেদেভ আরও বলেন, আধুনিক বিশ্বের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল ট্রাম্পের ‘আমেরিকার স্বর্ণযুগ’ নয়, বরং ‘মানবতার বৃদ্ধি এবং সমৃদ্ধি’। ‘একসাথে আমরা বিশ্বকে একটি উন্নত স্থান করে তুলব!’ বাক্যাংশটির চীনা অনুবাদ যোগ করে তিনি উপসংহারে বলেন। সূত্র : তাস।