ইমরানুজ্জামানের ব্যাটে লিটনের দলকে হারিয়ে জয়ে ফিরলো অগ্রণী ব্যাংক


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ /
ইমরানুজ্জামানের ব্যাটে লিটনের দলকে হারিয়ে জয়ে ফিরলো অগ্রণী ব্যাংক

ব্যাট হাতে আট ব্যাটসম্যান গেলেন দুই অঙ্কে, কিন্তু ত্রিশোর্ধো ইনিংস খেলতে পারলেন কেবল লিটন কুমার দাস। তাতে মিলল না লড়াই করার মতো পুঁজি। ইমরানুজ্জামানের ব্যাটে তা সহজেই পেরিয়ে গুলশান ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়ে ফিরল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে সোমবার গুলশানকে ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক। ২২৩ রানের লক্ষ্য তারা পূরণ করে ৬ বল হাতে রেখে।

৯৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৫ রানের ইনিংসে অগ্রণী ব্যাংকের জয়ের নায়ক ওপেনার ইমরানুজ্জামান।

জয় দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল অগ্রণী ব্যাংক। তৃতীয় ম্যাচে আবার তারা পেল জয়ৈর দেখা। অন্যদিকে জয় দিয়ে আসর শুরুর পর টানা দুই ম্যাচে হারল গুলশান।

রান তাড়ায় প্রথম ওভারেই সাদমান ইসলামকে হারায় অগ্রণী ব্যাংক। ডানহাতি পেসে সাদমানকে বোল্ড করে দেন মেহেদি হাসান। নিজের পরের ওভারের পোথম বলে ফেরান ইমরুল কায়েসকেও। শুরুর এই ধাক্কা অগ্রণী ব্যাংক কাটিয়ে ওঠে ইমরানুজ্জামান ও অতিম হাসানের ১৩৪ রানের দুর্দান্ত জুটিতে। ইমরানুজ্জামানের বিদায়ে ভাঙে জুটি। পরপরই ফেরেন অমিতও, ৯৪ বলে ৬৩ রান করে।

এরপর অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটিতে জয়ে নিয়ে ফেরন মার্শাল আয়ুব (৫৪ বলে ৪০) ও তাইবুর রহমান (৩০ বলে ৩৫)।

সংক্ষিপ্ত স্কোর

গুলশান ক্রিকেট ক্লাব: ৪৯ ওভারে ২২২ (জাওয়াদ ৩, আজিজুল ১২, লিটন ৬০, খালিদ ২৩, ইফতেখার ১৮, হাবিবুর ২১, মইনুল ২২, নিহাদউজজামান ১৯*, আসাদুজ্জামান ০, রনি ৭; রবিউল ৮-১-৩৭-২, শুভাগত ১০-০-৪০-০, রুয়েল ৭-০-৩৭-২, নাঈম ৭-০-৪৩-০, ৯-০-২৮-৩, তাইবুর ৮-০-৩২-১)

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯ ওভারে ২২৬/৪ (সাদমান ০, ইমরানউজ্জামান ৭৫, ইমরুল ৩, অমিত ৬৩, মার্শাল ৪০*, তাইবুর ৩৫*; মেহেদি ৯-১-৪০-২, আসাদুজ্জামান ১০-১-৪৫-০, নিহাদউজজামান ১০-০-৪১-০, মইনুল ৩-১-১৪-০, রনি ৩-০-১৪-০, ইফতেখার ৩-০-১৩-০, আজিজুল ১০-০-৫২-১, খালিদ ১-০-৫-০)

ফল: অগ্রণী ব্যাংক ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইমরানউজ্জামান