পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও সাতটি নতুন মামলায় গ্রেফতার করা হয়েছে। এই মামলায় আদালতের কাছে ইমরানের গ্রেফতারির আবেদন জানিয়েছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) তাকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করা হয়েছিল। সেখানে নতুন আরও সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত।
প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতা-কর্মীদের নামে গণহারে মামলা দায়ের হয়েছে। বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের তিন সদস্য প্রাণ হারিয়েছিলেন।
এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। সম্প্রতি ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআইয়ের বিক্ষোভ শুরু করে। এই দলের নেতৃত্ব দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা।
তাদের দাবি ছিল ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি নির্দোষ। জোর করে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সব মিথ্যে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়।