পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ারম্যান ব্যরিস্টার গওহর আলি খানকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার তাকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
গত রবিবার রাজধানী ইসলামাবাদে বড় রকমের বিক্ষোভ সমাবেশ করে পাকিস্তান পিটিআই। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। পরদিন সোমবার রাতেইদলটির কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন আটক করা হয় গওহর আলিকেও।
এক বিবৃতিতে পুলিশ জানায়, সংজানি থানায় গওহর আলির বিরুদ্ধে করা মামলাও খারিজ করে দেওয়া হয়েছে।
গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। অবিলম্বে তার মুক্তির দাবিতে রাজপথে নেমেছে দলের নেতাকর্মীরা। ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।