ইরানের শীর্ষ জেনারেলের ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে কাতারকে সাহায্যে দ্বিধা করব না


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ /
ইরানের শীর্ষ জেনারেলের ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে কাতারকে সাহায্যে দ্বিধা করব না

শত্রুদের, বিশেষ করে অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কাতারি জনগণ ও দেশটির সরকারের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। দোহায় জায়নবাদী শাসনের সন্ত্রাসী হামলার পর কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে আলাপকালে এই সমর্থন ব্যক্ত করেন তিনি।

মুসাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা ও কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, ‘‘ইরানের সশস্ত্র বাহিনী কাতারি ভাইদের সমর্থন করতে কখনোই দ্বিধা করবে না কারণ দুই দেশ এবং দুই জাতির মধ্যে সম্পর্ক সবসময়ই ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে। আমরা শত্রুদের, বিশেষ করে অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে কাতারি জাতিকে একা ছেড়ে যাব না, যারা এই অঞ্চলের উত্তেজনা ও অস্থিতিশীলতার প্রধান কারণ।’’

তিনি আরও বলেন, ‘‘নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জায়নবাদী শাসনের দখল, দমন ও হত্যার প্রতি এবং এই অঞ্চলের অন্যান্য দেশের উপর দেশটির আগ্রাসনের প্রতি পশ্চিমাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অবিচলিত সমর্থন, এই দুঃসাহস এবং আগ্রাসনের মূল কারণ।’’

জেনারেল মুসাভি বলেন, এই অপরাধী শাসন সরাসরি এবং পরোক্ষভাবে পশ্চিমের সমর্থন ছাড়া লজ্জাজনক জীবন চালিয়ে যেতে পারে না। ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয় এবং সবুজ সংকেত ছাড়া কাতারে এই আক্রমণ ঘটত না,’’ বলেন তিনি।

ইরানের এই শীর্ষ জেনারেল যেকোনো স্তরে সহযোগিতা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিও ব্যক্ত করেন এবং বলেন, ‘‘কাতার সরকার, জাতি এবং সশস্ত্র বাহিনীর জেনে রাখা উচিত, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমাদের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে।’’

সাউদ বিন আব্দুল রহমান আল থানিও ইসরায়েলি হামলাকে একটি ছোরা হিসেবে বর্ণনা করেন যা দেশটি কাপুরুষের মতো কাতারের উপর আঘাত করেছে।তিনি বলেন, ‘‘ইসরায়েলি শাসন কোনো নিয়ম ও নীতি মেনে চলে না এবং এই হামলাটি আসলে সমস্ত লাল রেখার লঙ্ঘন এবং সমস্ত আন্তর্জাতিক ও কূটনৈতিক নীতির লঙ্ঘন।’’

ইরানের অবস্থানের প্রশংসা করে আল থানি বলেন, ‘‘আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে এবং যৌথভাবে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে বাস্তবিক সমাধান খুঁজে বের করতে বৈঠক করতে সক্ষম হব।’’ সূত্র: মেহর নিউজ