ইরান চাইলে কয়েক সপ্তাহেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে- বললেন তুলসি গ্যাবার্ড


Sarsa Barta প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ /
ইরান চাইলে কয়েক সপ্তাহেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে- বললেন তুলসি গ্যাবার্ড
  • “ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোয়েন্দা তথ্যে ভিত্তি পেয়েছে।”

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড এক বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, ওয়াশিংটনের হাতে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে সক্ষম। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাবার্ড বলেন, “ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোয়েন্দা তথ্যে ভিত্তি পেয়েছে।”

তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। গত মার্চে সিনেট কমিটির এক শুনানিতে মিসেস গ্যাবার্ড অভিযোগ করেন, মিডিয়া তার বক্তব্য বিকৃত করেছে। তিনি তখন বলেছিলেন, “গোয়েন্দা সম্প্রদায় মনে করে না যে ইরান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করছে।”

  • এ বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তুলসি গ্যাবার্ড ইরানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ‘ভুল’ বলছেন। তবে ইরান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তারা সংরক্ষণ করে।

এই বিতর্ক এমন সময় সামনে এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে নজর কাড়ছে।