ইসরাইলকে চুক্তি মানতে বাধ্য করার আহ্বান জানালেন এরদোগান


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ /
ইসরাইলকে চুক্তি মানতে বাধ্য করার আহ্বান জানালেন এরদোগান

ইসরাইলকে তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করার জন্য পর্যাপ্ত কূটনৈতিক চাপ সৃষ্টি করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তিনি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্র বিক্রি স্থগিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) উপসাগরীয় দেশগুলো সফর শেষে বিমান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এই মন্তব্য করেন।

টিআরটি ওয়ার্ল্ড -এর বরাতে জানা যায়, এরদোগানের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন তুরস্ক গাজায় স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর চাপ সৃষ্টি করছে।

এরদোগান জানান, গাজায় কাজ করার জন্য একটি আন্তর্জাতিক টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা চলছে, যদিও এর বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার কাজ এখনো বাকি। তিনি বলেন, এটি একটি বহু-স্তরীয় বিষয়, তাই ব্যাপক আলোচনা চলছে। আমরা (তুরস্ক) সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত এবং আমাদের প্রস্তুতিমূলক কাজ চলছে।

প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে এবং তা পালনে তাদের দৃঢ়তা প্রকাশ করেছে। তবে ইসরাইল তা ক্রমাগত লঙ্ঘন করে চলেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, ইসরাইলের পূর্ণ সম্মতি নিশ্চিত করতে আরও বেশি চাপ প্রয়োগের আহ্বান জানান।

এরদোগান প্রতিশ্রুতি দিয়েছেন যে, তুরস্ক গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা বজায় রাখবে এবং পুনর্গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। উপসাগরীয় সফরের সময় কুয়েত, কাতার এবং ওমানের নেতাদের সঙ্গে গাজার পুনরুদ্ধার নিয়ে আলোচনার কথা উল্লেখ করে এরদোগান বলেন, এই দেশগুলো পুনর্গঠনে সমর্থন দিতে শক্তিশালী এবং আন্তরিক দৃঢ়সংকল্প দেখিয়েছে। তিনি বলেন, আমরা একসাথে গাজা পুনর্গঠন করব। এটা তুরস্ক, মিশর বা কোনো উপসাগরীয় দেশের পক্ষে একা করা সম্ভব নয়—এটা অবশ্যই একটি সম্মিলিত প্রচেষ্টা হতে হবে।

এরদোগান ইউক্রেন যুদ্ধের বিষয়েও শান্তি আলোচনার আয়োজন করার জন্য তুরস্কের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।