জরুরি সভা ডেকেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। রোববার নিউইয়র্কে এই সভা অনুষ্ঠিত হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর গাজা ভূখণ্ডের বিষয়ে নতুন পরিকল্পনার প্রেক্ষিতে জরুরি সভা ডেকেছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। রোববার নিউইয়র্কে এই সভা অনুষ্ঠিত হবে।
তার আগে শুক্রবার ইসারাইলের নিরাপত্তা ক্যাবিনেটে গাজা দখলের বিষয়ে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দেয়া হয়।
ক্যাবিনেটের অনুমোদনের খবরের পর জাতিসঙ্ঘসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং জোট এর নিন্দা জানায়। জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রিয়া, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহুর এই পরিকল্পনাকে বাতিল করে দেয়া হয়।
এমন পরিকল্পনা সাধারণ ফিলিস্তিনীদের জীবন খারাপ করে তুলবে বলে আশঙ্কা করে এর নিন্দা জানান জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই পরিকল্পকনাকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।
এই পরিস্থিতিতে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য, ফ্রান্স, ইউকে, স্লোভেনিয়া, ডেনমার্ক ও গ্রিস নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায়।
আপনার মতামত লিখুন :