ইসরায়েলের গাজা দখল ইস্যুতে কাল রবিবার জাতিসংঘে জরুরি বৈঠক বসছে


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ /
ইসরায়েলের গাজা দখল ইস্যুতে কাল রবিবার জাতিসংঘে জরুরি বৈঠক বসছে

বর্বর ইসরায়েলি বাহিনীর গাজা সিটি দখলের সিদ্ধান্ত ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) জরুরি বৈঠক আহ্বান করেছে, তবে নির্ধারিত সময়ের একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটি শনিবারের পরিবর্তে রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠকটি মূলত ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছে। বৈঠকের অনুরোধ করেছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস এবং স্লোভেনিয়া। আগে এই বৈঠক শনিবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বার্তাসংস্থা আনাদোলুকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, গাজা সিটি দখলের ইসরায়েলের সিদ্ধান্ত ঘোষণার পরই এই জরুরি বৈঠকের প্রস্তাব আসে। নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশ এ প্রস্তাবে সমর্থন জানিয়েছে, তবে ব্যতিক্রম হলো যুক্তরাষ্ট্র ও বর্তমান চেয়ারম্যান পানামা। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার রাতে একটি পরিকল্পনা অনুমোদন করে, যেখানে বলা হয় গাজা উপত্যকার উত্তরাংশে অবস্থিত গাজা সিটির পূর্ণ দখল নেওয়া হবে।

এ অনুমোদনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, তার সরকার “গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে” চায়। এই বক্তব্য ও সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে এবং সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি