

আজকের তথাকথিত “আধুনিক মনস্ক” সমাজে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায়— “সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন?” প্রশ্নটি আপাতদৃষ্টিতে কৌতূহলপূর্ণ হলেও, এর গভীরে রয়েছে দৃষ্টিভঙ্গির পার্থক্য, বিশ্বাসের দ্বন্দ্ব ও এক ধরনের মানসিক দূরত্ব। কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে-‘সব জায়গা’ বলতে আমরা কী বুঝি, এবং ইসলাম কার জন্য প্রযোজ্য।
এই প্রশ্নের উৎস এক নয়। সাধারণত পাঁচ শ্রেণির মানুষ এ কথাটি বলেন- অমুসলিমরা, যারা ইসলামের বাইরে অন্য ধর্মে বিশ্বাসী। নাস্তিকরা, যারা কোনো ধর্মকেই মানেন না। নামধারী মুসলিমরা, যাদের জীবনে ধর্ম-কর্মের ছোঁয়া নেই। ছদ্মবেশী মুসলিমরা, পরিস্থিতি বুঝে ইসলাম পালন করেন, নয়তো গোপনে বিরোধিতা করেন। ইসলামবিদ্বেষীরা, যারা ইসলামকে শত্রু মনে করেন।
তর্কে যাওয়ার আগে তাই প্রয়োজন নিজের পরিচয় জানা। আপনি কে, আপনি কী মানেন এবং আপনি কী অনুসরণ করেন-এটাই যুক্তির ভিত্তি নির্ধারণ করে। একজন মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম থাকা স্বাভাবিক। কেননা, ইসলাম শুধুই ধর্ম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।
বলে দাও, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য।- সুরা আন’আম, আয়াত ১৬২
অতএব, একজন মুসলমানের জীবনের ‘সব জায়গা’য় ইসলাম থাকবে-এটাই তার ঈমানের দাবি।
ইসলামকে “টেনে আনার” কিছু নেই। ইসলাম নিজেই এক পরিপূর্ণ সত্তা, এক সম্পূর্ণ জীবনদর্শন। আমি মুসলমানদের জন্য সব বিষয়ে ব্যাখ্যাদানকারী, পথনির্দেশক, অনুগ্রহ ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি।- সুরা নাহল, আয়াত ৮৯
ইসলামে রয়েছে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনের দিকনির্দেশনা। তাই ইসলাম শুধু মসজিদে নয়, বাজারে, অফিসে, সংসারে, রাজনীতিতে-সবখানেই তার প্রয়োগ রয়েছে।
ইসলামের বিধান সবার জন্য নয়। এটি শুধুমাত্র তাদের জন্য, যারা- আল্লাহকে একমাত্র রব হিসেবে মানে, মুহাম্মদকে নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করে, জীবন ও মরণে আল্লাহর আনুগত্যে অঙ্গীকারবদ্ধ। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তারাই মুসলমান। নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবনব্যবস্থা হলো ইসলাম।- সুরা আলে ইমরান, আয়াত ১৯
ইসলাম কোনো “আংশিক” ধর্ম নয়। এখানে “কিছু মানি, কিছু মানি না”- এমন জায়গা নেই। তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো?- সুরা বাকারা, আয়াত ৮৫ যে ইসলাম মানবে, তাকে পুরোপুরি ইসলামে প্রবেশ করতে হবে। হে ঈমানদাররা! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। – সুরা বাকারা, আয়াত ২০৮
ইসলামে নেই কোনো ভৌগোলিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সীমা। “এই অংশ আমার”, “ওটা তোমার”- এভাবে ইসলামকে ভাগ করা যায় না। দেশ, জাতি, ভাষা, অঞ্চল-সব বিভাজনের ঊর্ধ্বে ইসলাম একটি বিশ্বজনীন জীবনব্যবস্থা।
একজন মুসলমানের জীবনে ইসলাম মানে হলো- আল্লাহর নির্দেশ মেনে চলা, রাসুলের শিক্ষা অনুসরণ করা, এবং প্রতিটি কাজের আগে ও পরে আল্লাহর সন্তুষ্টি চিন্তা করা। তাই “সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন” প্রশ্নটি আসলে অবুঝ মনোভাব থেকে আসা এক ভুল প্রশ্ন। ইসলামকে টেনে আনতে হয় না-ইসলাম নিজেই সব জায়গায় উপস্থিত।
আপনার মতামত লিখুন :