উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দুপুরের দিকে লাইন আরো দীর্ঘ হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের, স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ২২-২৩ সেশনের শিক্ষার্থী রুপক বলেন, ‘আগে এসে ভোট দেয়া ভালো। ঝামেলা বা ভিড় হলে হয়তো পরে সমস্যা হতো। এখন পর্যন্ত সুন্দর পরিবেশ আছে। এখন পর্যন্ত খুব সুন্দরভাবে ভোট দিতে পারছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি প্রার্থী আবু জার গিফারি ইফাত বলেন, ‘আমি চাই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ হোক। এতদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে- আমাদের জন্য এটা বড় বিষয়।’ এবার ডাকসু নির্বাচনে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। পুরুষ ও নারী ভোটারের সংখ্যায় পার্থক্য খুব বেশি নয়; মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি নারী ভোটার।
এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন। ডাকসুর ২৮টি পদে দাঁড়িয়েছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। ১৮টি আবাসিক হলের হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ১০৮ জন।
ডাকসু নির্বাচনের জন্য আটটি কেন্দ্র নির্ধারিত হয়েছে। সেগুলো হলো- কার্জন হল, শারীরিক শিক্ষাকেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ। এরমধ্যে কার্জন হল কেন্দ্রে ভোট দেবে ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
টিএসসি কেন্দ্রে ভোট দেবে রোকেয়া হলের শিক্ষার্থীরা, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোট কেন্দ্র ভূতত্ত্ব বিভাগ। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট দেবে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মুহসীন ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র হলো সিনেট ভবন।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবে সূর্যসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :