নুরুল আমিন। নিজস্ব প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে রহমতপুর নুরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসাটির সহ-সভাপতি জনাব আব্দুর রহমান মোল্লার সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের রহমতপুরে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এস এস সাহাব উদ্দীন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি মাস্টার মোস্তফা বদরুদ্দোজা সিদ্দিকী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদনগর দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ সুপার আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক, মোঃ নজরুল ইসলাম, পোস্ট মাস্টার জিএম শহিদুল ইসলাম, মাস্টার আবুল বাশার, মোঃ মুজিবুর রহমান প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও মাদরাসার শিক্ষক মন্ডলী, অভিভাবক, সুধি বৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মূখর হয়ে উঠে।