একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আমানতের অর্থ আজ থেকে ফেরত পাচ্ছেন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ /
একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আমানতের অর্থ আজ থেকে ফেরত পাচ্ছেন

দেশের দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীদের জন্য আজ বৃহস্পতিবার থেকে অর্থ উত্তোলনের এক বিশেষ সুযোগ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, এই ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

তবে যাদের জমানো টাকার পরিমাণ দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম প্রযোজ্য হবে; তারা পরবর্তী সময়ে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। মানবিক দিক বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, কিডনি ডায়ালাইসিস এবং ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই নির্দিষ্ট সীমা কার্যকর হবে না, তারা প্রয়োজন অনুযায়ী অধিক অর্থ উত্তোলন করতে পারবেন।

এই অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় সাধারণ ব্যক্তি আমানতকারীদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যক্তিগত আমানতকারীরা দুই বছর অতিবাহিত হওয়ার পর তাদের সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার সুযোগ পাবেন। তবে প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে নিয়ম কিছুটা কঠোর করা হয়েছে; প্রতিষ্ঠানের সাত লাখ টাকার বেশি আমানতকে পাঁচ বছর মেয়াদী স্থায়ী আমানতে রূপান্তর করা হবে। এই আমানতের বিপরীতে ব্যাংক রেটের চেয়ে এক শতাংশ কম অর্থাৎ তিন শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড, বহুজাতিক কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর লেনদেন পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে তিন মাস মেয়াদী আমানতগুলো স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়নের পর এবং দীর্ঘমেয়াদী আমানতগুলো নির্দিষ্ট কয়েকবার নবায়নের পর গ্রাহকরা উত্তোলনের সুযোগ পাবেন।