এখন থেকে মূল্যস্ফীতির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে- ড. সালেহউদ্দিন


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ /
এখন থেকে মূল্যস্ফীতির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে- ড. সালেহউদ্দিন

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়িয়ে বা কমিয়ে নয় বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

তিনি বলেন, শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে। স্থবিরতার যেন সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

 

Uncategorized বিভাগের আরো খবর

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া  নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।   পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র  আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও খবর