এবারের নির্বাচনে এআই ঝুঁকি ও অজানা হুমকি নিয়ে সতর্ক বার্তা সিইসির


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ /
এবারের নির্বাচনে এআই ঝুঁকি ও অজানা হুমকি নিয়ে সতর্ক বার্তা সিইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অজানা নানা চ্যালেঞ্জের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকির কথা উল্লেখ করে সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এই মন্তব্য করেন। তিনি বলেন, আগে যেমনভাবে নির্বাচন পরিচালনা করা হতো, বর্তমান সময়ের পরিস্থিতি ভিন্ন। প্রযুক্তির ব্যবহার, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং এআইয়ের মতো অজানা চ্যালেঞ্জ এবার নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। তাই নির্বাচনী দায়িত্ব পালনে সবাইকে সজাগ থাকতে হবে এবং নতুন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

কর্মশালায় সিইসি আরও বলেন, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে হবে। নৈতিকতা বজায় রাখা এবং আইনকানুনের বাইরে না যাওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন আলাদা একটি সেল গঠন করবে।

যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের বিষয়েও জোর দিয়ে সিইসি বলেন, যোগাযোগ ভেঙে পড়লে সবকিছু ভেঙে পড়ে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সঠিক বার্তা পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে যে অর্থ ব্যয় হয়, তা আসলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। প্রশিক্ষণেও একই মানসিকতা নিয়ে এগোতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ছোট একটি বার্তা কয়েক ধাপে পৌঁছাতে গিয়ে বিকৃত হতে পারে, তাই মনোযোগ দিয়ে শোনা এবং সঠিকভাবে নোট নেওয়া অপরিহার্য।

এছাড়া প্রশিক্ষণার্থীদের প্রতি সতর্কবার্তা দিয়ে সিইসি বলেন, পেছনের সারিতে বসা অনেকেই মনোযোগ হারান, এতে বার্তা সঠিকভাবে পৌঁছায় না। প্রশিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন শেখানোর পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্বও নিতে হবে এবং এই সচেতনতামূলক বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে।