নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অভিযুক্ত ঢাকায় আটক চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া (ওরফে) আমানুল্লাহর সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মে) রাত ৯ টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলা তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল মেম্বার ঝিনাইদহ অঞ্চলের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। তাকে নিয়ে এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে অভিযান টিমের এসআই মফিজুল ইসলাম মফিজ জানিয়েছেন।
সাইফুল মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ও এমপি আনার হত্যার অভিযুক্ত চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড বলে প্রচার রয়েছে। সে অভয়নগরের রাকিবুল ও সুব্রত মন্ডল হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি।
আটক সাইফুল আলমের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে যশোর জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।