কক্সবাজারে ট্রেন চাপায় অটোরিকশার নারী-শিশুসহ নিহত- ৫


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ /
কক্সবাজারে ট্রেন চাপায় অটোরিকশার নারী-শিশুসহ নিহত- ৫

ছবি- সংগৃহীত

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মরদেহগুলো রেল লাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা সেটাকে আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।