কনসার্টের ভিডিও ভাইরাল হতেই মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইও কঠিন বিপদে পড়েছে


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ /
কনসার্টের ভিডিও ভাইরাল হতেই মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইও কঠিন বিপদে পড়েছে

কোল্ড প্লে কনসার্টের বড় পর্দায় এই দুজনের আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হয়-বিবিসি

ওই ভিডিও ক্লিপটি ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে জিলেট স্টেডিয়ামের একটি বিশাল পর্দায় প্রথম দেখা যায়, যেখানে দুইজন মানুষকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। কোল্ড প্লে কনসার্টের বড় পর্দায় দেখা যাওয়া আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর একটি একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওকে ছুটিতে পাঠিয়েছে।

অনলাইনে গুজব রয়েছে যে, ওই আলিঙ্গনের দৃশ্যটি কোম্পানির দুই কর্মীর মধ্যে ঘটেছিল। ওই ভিডিও ক্লিপটি ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে জিলেট স্টেডিয়ামের একটি বিশাল পর্দায় প্রথম দেখা যায়, যেখানে দুইজন মানুষকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। তাদের চেহারা যখন হাজার হাজার দর্শকের সামনে আসে, তখন তারা হঠাৎ নিচু হয়ে ক্যামেরা থেকে নিজেদের লুকানোর চেষ্টা করেন।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা দুজনেই অ্যাস্ট্রোনোমার নামে একটি কোম্পানির কর্মকর্তা। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার অ্যাস্ট্রোনোমার কোম্পানি এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় জানিয়েছে যে, তাদের কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠানো হয়েছে।

বুধবার রাতের ওই ভিডিওতে দেখা যায়, ওই যুগল কনসার্টের গানের সাথে সাথে নাচছেন। এরপর তাদের দিকে ক্যামেরা তাক করা হলে তারা নিজেদের লুকানোর চেষ্টা করছেন। সেই সময় কনসার্টের ব্যান্ড লিডার ক্রিস মার্টিনের একটি মন্তব্যের পর তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তিনি দর্শকদের উদ্দেশে বলেছিলেন যে, ‘তারা হয়তো প্রেম করছেন, অথবা খুবই লাজুক।’

বুধবার রাতে কনসার্টের পর এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। টিকটকে পোস্ট করা মূল ভিডিওটি মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছেন। পরে এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয় এবং টেলিভিশন অনুষ্ঠানেও এ নিয়ে রসিকতা করা হয়য়। ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হওয়ার দুই দিন পর, অ্যাস্ট্রোনোমার একটি বিবৃতি দিয়েছে যে তারা বিষয়টি তদন্ত করছে, যদিও ভিডিওটির নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ‘প্রতিষ্ঠার পর থেকে অ্যাস্ট্রোনোমার যে মূল্যবোধ ও সংস্কৃতি অনুসরণ করে এসেছে, তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আচরণ ও জবাবদিহিতার ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রত্যাশা করি। পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং আমরা খুব শিগগিরই আরো তথ্য জানাব।’

কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডিজয়কে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভিডিওতে থাকা পুরুষ ব্যক্তিকে অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন বলে ধারণা করা হচ্ছে, যিনি জুলাই ২০২৩ থেকে কোম্পানিতে আছেন। তবে তিনি নিজে ভিডিওতে তার পরিচয় নিশ্চিত করেননি।

ভিডিওতে থাকা নারীকে কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট হিসেবে শনাক্ত করেছেন অনলাইন ব্যবহারকারীরা, যিনি নভেম্বরে ২০২৪ থেকে কোম্পানিতে আছেন। তিনিও তার পরিচয় নিশ্চিত করেননি। বিবিসি ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

অ্যাস্ট্রোনোমারের বিবৃতিতে আরো বলা হয়, অ্যান্ডি বাইরন কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং তার বক্তব্য নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। এছাড়া, ভিডিওতে কোম্পানির অন্য কোনো কর্মচারী ছিলেন না বলেও জানানো হয়। বৃহস্পতিবার থেকে অ্যান্ডি বাইরনের নামে ভুয়া বিবৃতি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

সূত্র : বিবিসি