এ কনসার্টে গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক না নেওয়া রাহাত ফতেহ আলী খান – ছবিঃ সংগৃহীত
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে সংগীতপ্রেমীদের মাঝে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় মঞ্চে ওঠেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত-নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার পর এ শিল্পী শুরু করেন শ্রোতাদের পরিচিত ‘আস পাস হ্যা খুদা’ গানটি দিয়ে। রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘আনজানা আনজানি’ ছবিতে শোনা গিয়েছিল গান।
এ কনসার্টে গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। জানা গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানেও গাইবেন এ শিল্পী।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা দিতে এ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টের টিকিট বিক্রির অর্থ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেয়া হবে।
উল্লেখ্য, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খানের ছেলে। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।
পাশাপাশি তিনি বলিউডের জনপ্রিয় একজন নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত। তার গাওয়া প্রথম বাংলা গান ‘তোমার-ই নাম লেখা’ এবং গানটি লিখেছেন বাংলাদেশী গীতিকার রবিউল আউয়াল। গানটি গেয়ে তিনি বাংলাদেশে বেশ প্রশংসিত হন।
আপনার মতামত লিখুন :