সাবা রিপোর্টঃ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আদর্শ গ্রাম কন্দর্পপুরে স্থাপিত 'কন্দর্পপুর গণগ্রন্থাগারে শিশুদের মাঝে শিক্ষোপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় গণ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা কন্দর্পূপূর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার মেহেদী হাসান টিটোর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে, পি, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও শার্শা থেকে প্রকাশিত একমাত্র সংবাদপত্র 'সারসা বার্তা'র সম্পাদক কবি আব্দুস সালাম গফফার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস ওয়াহিদুজ্জামান উপজেলা একাডেমিক সুপারভাইজর বাঘারপাড়া ও প্রতিষ্ঠাতা 'শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ' যশোর।
অনুষ্ঠানে আলোকিত কন্দর্পপুর গ্রামের মোট ৩৫ জন শিশুদের মাঝে গণগ্রন্থাগের পক্ষথেকে খাতা, কলম ইত্যাদি শিক্ষোপকরণ সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন শ্রেণীর ৩৫ জন শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের আগে শিশুদের আদর্শ শিক্ষা গ্রহণ বিষয়ের উপর আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুস সালাম গফফার এবং বিশেষ অতিথি বিশ্বাস ওয়াহিদুজ্জামান। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় গণ শিশুদের মাঝে এ সকল শিক্ষা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে কন্দর্পপুর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান টিটো আগামী পবিত্র ঈদুল আজহার আগের দিন অত্র প্রতিষ্ঠানে সংস্ক্রিতিক অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপ্সথিত ছিলেন এ গণগ্রন্থাগারের লাস্যময়ী গ্রন্থগারিক রহিমা আক্তার রিয়া।