এক)
পিছু ফিরে দেখবো না
হিরোন আহম্মেদ
দুঃখ কষ্টের সংস্পর্শ থেকে
আমি শঙ্খচিল হয়ে উড়ে যাব
দৃষ্টি সিমানার বাইরে
আমি নীড় হারা হয়ে যাব
চলে যাব দুর দিগন্তে,
কিছু ফিরে দেখবে না
শুধু বিশ্বাস থাকবে ডানায়
পর্বতমালার আর নদী নালা
ডিঙিয়ে গহীন জঙ্গলে
বাসা বাঁধবে একাকিত্বে
আবার আমি মিতালী করবো
ভালোবাসার আলিঙ্গনে জড়াতে চাইবো
জাত কুল ভেদে নতুন সাথী।
দুই)
সুখের সন্ধানে
কুয়াশার মায়া জালে অস্পষ্ট আমি
খুঁজে ফিরি নিজের ছায়া, এ মোহ মায়ার কায়া
নিজেকে চিনতে লাগে সময়।
সুখের সন্ধানে ফিরে আসি বারবার
পাব বুঝি আপনের নিড়ের সন্ধান,
করেছিলাম ব্রত নিঃস্ব হবো ফিরবো না ঘরে
আধার পেরোলেই ভুলে যায় আমি বড় একা
সমাজ সংসারে আমি বড্ড বেমানান
জোড়া তালি দিয়ে রেখেছি আপন সম্মান
ছায়া আর কায়ার মাঝে খুঁজে ফিরি মিল
কায়া আমি ছায়া তারে খুঁজে ফিরি দিক বিদিক।
তিন)
পথহারা পথিক
সন্ন্যাসীর বেশভূষনে
ঘর ছাড়া পথিক
ফিরবোনা নিড়ে,
চলব পথে পথে
পূর্ব থেকে পশ্চিম
আঁধারে খুজে নেব
জোৎস্নার আলো,
সাথী হারা ডাহুক যেমন
ডাকে সারা রাতি।
কখনো হয়ে যাবো বর্ণহীন প্রজাপতি
মধু সন্ধানে খুঁজবো ফুটন্ত ফুলের এক রতি সুধা
ফিরবো না নিলে বাধ্য বাসায়
জনশূন্য নির্জনে
প্রকৃতির সাথে মিলন মেলা
স্বার্থপর ধরণী আমার সাথে করেছে প্রতারণা।
#############