২০২৪ সালকে যুদ্ধবহুল একটি রক্তস্নাত বছর হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ চরমে ওঠার পর গাজায় ইসরাইলের গণহত্যাকে কেন্দ্র করে বিগত মাসগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাইলের বিরুদ্ধে সঙ্ঘাত বিস্তার লাভ করেছে। এবং গত কয়েক মাসে ইহুদিদের হাতে প্রায় ৫০ হাজার মুসলমান নিহত হয়েছে।
ইসরাইল-গাজা যুদ্ধ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও ইসরাইল গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৫শ’ ৫০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৮ হাজার ৩শ’ ৩৮ জন আহত হয়েছেন।
ইসরাইল-ইরান যুদ্ধ
যদিও ইসরাইল এবং ইরান কখনোই সরাসরি সামরিক সংঘর্ষে লিপ্ত হয়নি, তবে উভয়ই ছায়াযুদ্ধ এবং সীমিত কৌশলগত আক্রমণের মাধ্যমে একে অপরের ক্ষতি করার চেষ্টা করেছে। ইসরাইল সময়ে সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করেছে, যেখানে ইরানকে এই অঞ্চলে ইসরাইল-বিরোধী, মার্কিন-বিরোধী, লেবাননের হিজবুল্লাহ এবং গাজা উপত্যকায় হামাসেরকে অর্থায়ন ও সমর্থন করার জন্য দায়ী হিসাবে দেখা হয়।
গত ১ এপ্রিল দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলায় দুই জেনারেলসহ ইরানের ইসলামিক রেভুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ৭ সদস্য নিহত হন। ২০২৩ সালের অক্টোবরে হামাস-নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়া ও লেবাননে সন্দেহভাজন ইসরাইলি হামলায় আইআরজিসির কমপক্ষে ২০ জন সদস্য নিহত হয়েছেন।
ইসরাইল-ইয়েমেন যুদ্ধ
ইয়েমেনের হুথি গোষ্ঠি গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল ইয়েমেনে সানা বিমানবন্দর, দেশের পশ্চিম উপকূলের বন্দর এবং দুটি বিদ্যুৎ কেন্দ্র সহ ইয়েমেনের একাধিক হুথি-সংযুক্ত লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলার চালিয়েছে। গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু হুথিদের সতর্ক করে বলেছেন, ইসরাইল সবেমাত্র শুরু করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানম ঘেব্রেইসাস জানিয়েছেন যে, তিনি বিমানবন্দরে একটি বিমানে উঠার সময় এটি ইসরাইলের হামলার শিকার হয় এবং বিমানের একজন কর্মী আহত হন। ইয়েমেনে ইসরাইলের হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত ও ১৬ জন আহত হয়েছে।
ইসরাইল-সিরিয়া যুদ্ধ
তিন সপ্তাহ আগে প্রতিবেশী সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার পরেও ইসরাইল সিরিয়ার অস্ত্র ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলে রোববার ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, নিহত হয়েছেন।
ইসরাইল-লেবানন যুদ্ধ
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠি গাজা যুদ্ধে হামাস বাহিনীর সমর্থনে ইসরালের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার ইসরাইল লেবাননে আক্রমণ অভ্যাহত রেখেছে। লেবানিজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ২৭ নভেম্বর থেকে ইসরাইল লেবাননের সাথে তার যুদ্ধবিরতি চুক্তি মোট ৩শ’ ৩৪বার লঙ্ঘন করেছে, যাতে ৩২ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স, দ্য বিজসেন স্ট্যান্ডার্ড, ইউএন নিউজ।
আপনার মতামত লিখুন :