কলারোয়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা


Shohel Rana প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ /
কলারোয়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ “সবুজ গাছ, সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সৃষ্টির সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক ও
পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আলমঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিকরগাছা রিপোটার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম,পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব,তরুন উদ্যোক্তা নিশিতা নাজনীন নীলা প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গন্যমান্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।একই সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫জনকে গুনিজন সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।