সোহেল রানাঃ একজন আলোকিত নারী সমাজ সেবিকা নিশিতা নাজনীন নীলা। দীর্ঘদিন ধরে সমাজসেবা কাজ করে চলেছেন। পাশাপাশি চলমান রেখেছেন লেখাপড়া। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পানিকাউরিয়া গ্রামের আব্দুল ওহাব এর মেয়ে। বাবা ঝিকরগাছার রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। নীলা কলারোয়া শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ থেকে এইসএসসি এবং কলারোয়া সরকারি কলেজ থেকে ব্যবস্থপনা বিভাগ বিবিএ অনার্স এ অধ্যয়নরত রয়েছেন।
নিশিতা নাজনীন নীলা সারসা বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যেখানে বাংলাদেশের ৫০ শতাংশই নারী। এ দেশে নারীরা পরিবেশ ও পশুপাখি নিয়ে কাজের প্রতি সে রকম কিছু চোখে পড়ে না। তাই আমাদের উচিৎ দেশের জন্য কিছু করা। দেশের নারীদের নিয়ে কিছু করা। তার এই সাফল্যের জন্য এলাকায় বৃক্ষপ্রেমী বা আলোকিত সমাজ সেবিকা নিশিতা নাজনীন নীলা নামে পরিচিত লাভ করেছেন।
ভবিষ্যত পরিকল্পনা, বানিজ্যিক ভাবে কৃষি উদ্যোক্তা প্রতিষ্ঠান। এবং অলাভজনক প্রতিষ্ঠান যৌথভাবে হেফজখানা, এতিমখানা সহ অসহায় বৃদ্ধ মানুষের জন্য আবাসস্থল গড়ে তোলা।
দেশের মানুষের জন্য বার্তা, আসুন সবাই কৃষিকে টিকিয়ে রাখি। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে পরিবার বাঁচতে পারবে।
নিশিতা নাজনীন নীলার সাফল্য, * বাংলাদেশ স্কাউট। সিনিয়র রোভার মেট। সাতক্ষীরা জেলা।* কৃষি এওয়ার্ডস ২০২৪ Royal Horticulture Society Of England.* কৃষি এওয়ার্ডস ২০২৪. ICUR New Delhi.* Nishita Agro Farm Ltd. * অসহায় বৃদ্ধ মানুষের আশ্রয় প্রদান ( ভাড়া বাসা) ৫ জন বৃদ্ধ।* কৃষি রিসার্চ সেন্টার। * স্পন্চর - Royal Horticulture Society Of England.* বৃক্ষ রোপন কর্মসূচি ২০২০ স্থান-সাতক্ষীরা বাইপাস * বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৪ * স্থান-কাজিরহাট টু খদ্দ রোড। তার এই সাফল্যের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।