কাভার্ড ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ /
কাভার্ড ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছা কাভার্ড ট্রাকের ধাক্কায় মাসরুর বীন মোর্শেদ (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি নয়ন হোসেন মারাত্বকভাবে আহত হয়ে যশোর ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপরে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালি মটবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মাসরুর বীন মোর্শেদ নড়াইল সদরের মহিশাখোলা তুশাররোড় এলাকার সৈয়দ মোর্শেদ তৌহিদের ছেলে।

জানা গেছে, নিহত মাসরুর বীন মের্শেদ ও আহত নয়ন হোসেন (নড়াইল ল-১১-৫২৮২) মোটরসাইকেল যোগে বেনাপোল অভিমুখে যাচ্ছিলেন। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী দ্রুত গতির একটি কাভার্ড ট্রাক (ঢাকা মেট্টো-ট-২৪-৫৭২৮) মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মোর্শেদ নিহত হয়।

খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।