নুরুল আমিন ( কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধিঃ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কিষাণ মজদূর ইউনাইটেড অ্যাকাডেমিতে ‘প্রাণের মাঝে আয় ’ এই শিরোনামে ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে।
২ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে মধ্যরাত্র ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়। হীরক জয়ন্তীর আয়োজন করে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির আহবায়কের দায়িত্ব পালন করে ইঞ্জিনিয়ার আব্দুর গফুর সরদার ।
শিক্ষার্থীরা সকাল থেকে বিদ্যালয়টিতে আসতে শুরু করে। অতীতের নানা স্মৃতিচারনের মধ্য দিয়ে সাবেক শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা র্যালি করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে জাতীয় পতাকা উত্তোলন,পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে হীরক জয়ন্তী পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনজুর এলাহী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র্যালি, শোভাযাত্রা, স্মৃতিচারণ, সুধী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিষান মজদুর ইউনাইটেড একাডেমির সভাপতি কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে সাবেক ছাত্র লেখক ও কবি স, ম, তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা রাখেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ ডঃএ কে এম আব্দুর রহমান, দেবহাটা খান বাহাদুর সরকারি আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান,সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ,শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশেক-ই- এলাহী, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ
আপনার মতামত লিখুন :