কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতের কৃষক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ /
কালিগঞ্জের কৃষ্ণনগরে জামায়াতের কৃষক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নুরল আমিন (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কৃষ্ণনগর ইউনিয়নের কৃষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। তাদের শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান এবং কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক-শ্রমিক প্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, কৃষক ও শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাদের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।