নুরুল আমিনঃ সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে আরবি প্রভাষক আরিফ বিল্লাহ'র সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহা: আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো: মোশাররফ হোসাইন চৌধুরী।
ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিবি সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদীর হেলালী, অভিভাবক সদস্য নাজিমুদ্দিন, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক জুবাইর ইসলাম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক নুরুল আমিন, প্রভাষক ফরিদুদ্দিন আল মাসউদ, সহকারী শিক্ষক আসাদুল্লাহ, নুর ইসলাম, আব্দুস সালাম, প্রভাষক মিনহাজুর রহমান সাকিব, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মোবারক হোসেন, নুর হোসেন, সুমাইয়া, রেখা খাতুন, শামীম আজাদ, মোনাওয়ার হোসেন, আব্দুস সবুর, অভিভাবক আব্দুর রহমানসহ মাদ্রাসা সকল স্তরের ছাত্র-ছাত্রী।
এ সময় ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।