কালিগঞ্জে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাসিক সভা 


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ /
কালিগঞ্জে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাসিক সভা 

নুরুল আমিন। নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদফতর কতৃক দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় বিদ্যালয় ভিত্তিক পুষ্টি কার্যক্রমে সার্বিক সহযোগীতার লক্ষ্যে সাতক্ষীরার  কালিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় সমূহে  কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৩০ মিনিটে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে কার্যালয়টির প্রশিক্ষণ মিলনায়তনে এ মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ’র সভাপতিত্বে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর ফৌজিয়া ফারহানা ইকরা এর সঞ্চালনায়  উপজেলার ৪০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাসিক সভাটিতে মাধ্যমিক স্কুলে কৈশোরকালিন পুষ্টি কার্যক্রম পরিচালনায় Adolescent Nutrition Central Reporting System ব্যবহার করে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের তালিকা আপলোড, মেয়ে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ১টি করে আয়রণ ফলিক এসিড খাওয়ানো কার্যক্রম শুরু এবং ঔষধ খাওয়ানোর পর ডাটা অনলাইন প্লাটফর্মে প্রদান, বিদ্যালয় ভিত্তিক কিশোর-কিশোরী ক্লাব গঠন, প্রতি ৬ মাস পর পর বিএমআই নির্ণয় এবং কৃর্মিনাষক খাওয়ানোর পর ডাটা অন-লাইন প্লাটফর্মে প্রদান সহ শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক বিকাশে যথাযথ পুষ্টি উপাদানের গুরুত্ব তুলে ধরে তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও প্রত্যেক প্রতিষ্ঠানে গাইড শিক্ষকদের উদ্দেশ্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মাসিক সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং  শিক্ষক সমিতির সাবেক সভাপতি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।