

মো: নুরুল আমিন , নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে “ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা গেইন (GAIN)-এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ‘কল’ প্রকল্পের কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। তিনি বলেন, “লিডার্স পরিচালিত এই প্রকল্প কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।”
কৃষি ও নিউট্রিশন অফিসার মো. বুলবুল হোসাইনের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুর রহমান। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং লিডার্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :