কালিগঞ্জে পিবিজিএসআই প্রকল্পে ৩০ শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কার প্রাদন


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ /
কালিগঞ্জে পিবিজিএসআই প্রকল্পে ৩০ শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ পুরস্কার প্রাদন

নুরুল আমিন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি এডুকেশনাল ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রবিবার (২৭ জুলাই ২০২৫) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-০৪) মোঃ ইমরান আলী। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান প্রমুখ।

পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনপত্র তুলে দেন অতিথিবৃন্দ পুরস্কার প্রাপ্তরা হলেন হলেন: চাম্পাফুল আ.প্র.চ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ মুশফিকুর রহমান, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া মিম, রতনপুর টি.এন বিদ্যাপীঠের মোঃ সোহাগ হোসেন, উদ্জীবনী ইনস্টিটিউটের মুনজুয়ারা খাতুন, বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের অর্পিতা বাছাড় ও অর্ক অধিকারী, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজের কিরিনা ফিরুজ, দক্ষিণ শ্রীপুর কে.এম উচ্চ বিদ্যালয়ের অর্পণ দাস, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সঞ্চিতা মল্লিক, সাকিব ও তাসমিনা মেহনাজ তুবা, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বি.এম রোকনুজ্জামান, কালিগঞ্জ সরকারি কলেজের মারওয়া বিনতে জেবুন ফরিদ, আহসানউল্লাহ, বিধান সরদার, নিয়তি ইয়াসমিন জুই ও তোহফা অনন্যা, কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের শুভ্র ঘোষ ও সুমাইয়া খাতুন, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ফারিয়া তাসমুম মিতু ও তানিয়া সুলতানা, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সোনালী স্বর্ণকার ও অজিত অধিকারী, দারুল উলুম চৌমুহনী সিনিয়র ফাজিল মাদ্রাসার মনোয়ার হোসাইন, সাদিয়া সুলতানা ও সুরাইয়া ইয়াসমিন, জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ফাইমা সুলতানা, মৌতলা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মোহাম্মদ রাজিউদ্দীন এবং তারালী ইউনিয়ন কেন্দ্রীয় আলিম মাদ্রাসার আবু বকর সিদ্দিক ও হালিমাতুস সাদিয়া।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধিতে সরকারের এ ধরনের উদ্যোগ বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।