প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ
কালিগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন বিভাগীয় কমিশনারের
মোঃ নুরুল আমিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির রামনগর গ্রামে এ নির্মিত ঘরের কাজ পরিদর্শন করেছেন।
এসময় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী কাজের অগ্রগতি ও দিক-নির্দেশনা প্রদান করেন এবং এ নির্মানাধীন কাজের অগ্রগতি দেখেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর, কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved