প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ণ
কালিগঞ্জে সুপেয় পানি’র প্রকল্প উদ্বোধন

নুরুল আমিন। কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ২০ লক্ষাধিক টাকা ব্যায়ে, ব্যক্তি উদ্যোগে, তারালী ইউনিয়নের জাফরপুরে সুপেয় পানি'র প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাফরপুর সিদ্দিকি দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
আলহাজ্ব হায়াতুইল্লা এর আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে এলাকার জনসাধারণের জন্য সুপ্রিয় পানির প্রকল্পটি করায় এলাকাটির দির্ঘ দিনের সুপেয় পানির কষ্ট লাঘব হবে বলে আশাবাদী এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved