নুরুল আমিন , স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানি নিশ্চিতকরণ ও সরকারি পুকুর-খাল উন্মুক্ত করার দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০:৩০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ফুলতলা মোড় থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা উপজেলার সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, এলাকাভিত্তিক বড় বড় পুকুর ও জলাশয় খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ, খাস জমিতে মিঠা পানির আধার তৈরি এবং লবণাক্ত এলাকায় পানি পরিশোধন প্লান্ট স্থাপনের মাধ্যমে জনগণের সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, সরকারি পুকুর ও খাল উন্মুক্ত করলে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, মাছের অবাধ প্রজনন ও বিচরণ ক্ষেত্র তৈরি হবে। একইসঙ্গে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের জন্য এ সম্পদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে এসব সম্পদের পরিকল্পিত ব্যবহারের দাবি জানানো হয়।
র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কালিগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান, আবু ঈছা, হামিদুল ইসলাম, শেখ সাদী, আবু হুরায়রা, নাহিয়ান, তাফরিহা বিনতে সাইফুল্লাহ, সাদিয়া আফরোজসহ অন্যান্য শিক্ষার্থীরা।
এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপজেলার টেকসই পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের দাবিতে এক কণ্ঠে আওয়াজ তুলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন — এমনটাই প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা।
আপনার মতামত লিখুন :