কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি 


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ /
কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি 

নুরুল আমিন। নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে শিক্ষক দম্পতির বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টার দিকে কালিগঞ্জ উপজেলা সদরে থানা প্রশাসনের সন্নিকটে বাজার গ্রাম রহিমপুর এলাকার সহকারী অধ্যাপক মহসিন আলীর বাড়িতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

কালিগঞ্জের ডি আরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলী ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা পারভীন দম্পতি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এ সুযোগে চোরচক্রটি বাড়ির প্রাচীর টপকিয়ে  ভিতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে জানা যায়।

অধ্যাপক মহাসিন আলী জানান দুপুর ২ টার পরে বাড়িতে প্রবেশ দ্বিতীয় তলার তালা করে  ভেঙে বেড রুম সহ বিভিন্ন রুমের আসবাবপত্র ভাংচুর ও এলোমেলো অবস্থায় দেখতে পান। তার বাড়িতে রক্ষিত ৬ ভরি স্বর্ণ, নগদ ২০হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চোর চক্রটি নিয়ে গিয়েছে। তিনি আরও বলেন থানা প্রসাশনের নিকটে সুরক্ষিত বাড়িতে দিন দুপুরে এভাবে সব কিছু লুট করে নিয়ে গেলে নিরাপর্তা কোথায়? এটাকে চুরি বলা যাবেনা, নিছক ডাকাতি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন। থানা সদরে দিনেদুপুরে এমন  দূধর্ষ ডাকাতি হওয়ায় জনসাধারনের মাঝে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  অনেকেই প্রশাসনের গাফিলাতিতেই চোর চক্র সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে বলে ক্ষোব প্রকাশ করেন।