প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বর্ণিল পিঠা উৎসব

মো: নুরুলআমিন , কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রোকেয়া মনসুর মহিলা কলেজের মনোরম ক্যাম্পাসে দিনব্যাপী এ বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়।
তিনি বলেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা সম্মিলিতভাবে এবছর প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে মূলত এই আয়োজন। পিঠা উৎসবে বেশ সাড়া মিলেছে। কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা পিঠা তৈরী করে স্টল দিয়েছে। আগামীতে আরও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজনের ইচ্ছা আছে বলে জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ নাজমুল হোসেন, শেখ সাইফুল বারী, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ ও সুমা বিশ্বাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved