

মোঃ ওমর সিয়ামঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কেশবপুর যশোরের আয়োজনে রবিবার পাজিঁয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিআরডিবি হল রুমে দরিদ্র মহিলাদের জন্য সমাণ্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্প ইরেসপো দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ,চেক উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়েদের উদ্দেশ্য বলেন বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের সর্তকতা বিষয়ে আলোচনা করেন। তিনি অভিভাবকদের যতটা সম্ভব ছেলে মেয়েদের সময় দেওয়া ,তাদের সুবিধা অসুবিধার কথা শোনা এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করার অনুরোধ করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি এম কামরুজ্জামান, উপ-পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যশোর।এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল, যশোর, অফিসার ইনচার্জ কেশবপুর থানা।
আপনার মতামত লিখুন :