কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ২২ বোতল মদ ও যৌন উত্তেজক (সিলডেনাফিল সাইট্রেট)এক হাজার ৪০ পিস ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ১৩ (ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারবান্ধা ও ফকির পাড়া এলাকায় অভিযান চালিয়ে জব্দ করে বিজিবি।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্ধা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ইজলামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
একই দিনে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকির পাড়া নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় যৌন উত্তেজক (সিলডেনাফিল সাইট্রেট) এক হাজার ৪০ পিস ট্যাবলেট জব্দ করে মোল্লারচর ক্যাম্পের টহলরত বিজিবি।
আপনার মতামত লিখুন :